প্রার্থনা
এস এ মার্শাল ০৭/০৭/২০২০
জগৎ জুড়িয়া দুই চোখ মেলিয়া
দেখিতে পাইনা শান্তি;
নয়নের স্বপন রহিবে তিতিয়া
লয়ে দূর্দশা আর ক্লান্তি।
জগতে আজ নাই আবির্ভাব
নাই সেই পণ্ডিত গুরুজন;
জ্ঞানীদের মাঝে জ্ঞানের অভাব
মনুষ্যত্ব হয় নির্বাসন।
চারিপাশে সব অভাবের মেলা
অভাব পূরনের যতসব খেলা;
কেউ খোঁজে বেড়ায় পার্থিব লিলা
নানান কৌশলে কাটিয়া দেয় বেলা।
কোট টাই পরিয়া...
জগৎ জুড়িয়া দুই চোখ মেলিয়া
দেখিতে পাইনা শান্তি;
নয়নের স্বপন রহিবে তিতিয়া
লয়ে দূর্দশা আর ক্লান্তি।
জগতে আজ নাই আবির্ভাব
নাই সেই পণ্ডিত গুরুজন;
জ্ঞানীদের মাঝে জ্ঞানের অভাব
মনুষ্যত্ব হয় নির্বাসন।
চারিপাশে সব অভাবের মেলা
অভাব পূরনের যতসব খেলা;
কেউ খোঁজে বেড়ায় পার্থিব লিলা
নানান কৌশলে কাটিয়া দেয় বেলা।
কোট টাই পরিয়া...