...

2 views

নিঃস্ব হৃদয়
নিঃস্ব হৃদয়
শ্রী রাজু গরাই ৮ই সেপ্টেম্বর ২০২৪

বিবশ শরীরে অব্যক্ত বেদনা
যৌবনলাবণ্য যায় ক্ষয়ে,
নিঃস্ব হৃদয়ের দ্বারে একেলা, কোন অজানার ভয়ে।

দ্বিপ্রহর গড়িয়ে যায় ভাটার টানে
নীরবে নির্বাসনে যেতে নাহি চাই
ধীরে ধীর গোধূলি, মুখ ঢেকেছে দু-হাতে তাই।

ছল ছল আঁখি চিন্তাধারায়
মানে না হৃদয়, ও কাহিনী কেন ডেকে যায়
রক্ত ঝরায়, তবুও সে জড়িয়েছে আপনায়।

তবে কি শূন্যতা শুষ্ক অধরে
কোমল চিত্ত প্রস্ফুটিত শত বসন্ত 'পরে।
নিদারুণ তাই কি নিরুত্তর
তৃষ্ণায় আঁধার, মধ্যগগনে দিবাকর।

#ঘড়িরচিন্তা #writerRajuGarai #poem #poetrylovers #love #philosophy #diary #relationship
© কলমে...শ্রী রাজু গরাই