...

6 views

মুক্ত আকাশ মুক্ত জীবন
মুক্ত আকাশ মুক্ত প্রাঙ্গণ
আর নয় তালাবদ্ধ জীবন,
ইচ্ছে হয় ছুটে যাবো, বাইরে
গণ্ডি ছাড়া,আত্নহারা হয়ে,
বাঁধা বিহীন বিলীন হব
মুক্ত আকাশে নদীর পারে,
সময় কে দেব ছুটি।
চাই স্বাধীনতা,মাথা তুলে বাঁচার
পথ, রুদ্ধ শ্বাসে আর না বন্ধ ঘরে ,
জীবন যে মধুময় মুক্তাঙ্গনে
জয় হবে সব ভীতি।
খেলবো সবে সেই ক্রীড়াঙ্গনে
ইতিহাস যদি সাক্ষী হয়, তবে
লেখা রবে ভুলের মাশুল
মানুষ দিয়েছে মৃত্যুর বিনিময়ে।
© Debabrata Deb