...

5 views

নামহীন কিছু সম্পর্ক
জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়,
যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না, কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়,
যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম।
যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়,
সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে,
ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়,
অনেক সময় পরস্পরের প্রতি ভুল–বোঝাবুঝিতে অটুট বন্ধুত্বে ফাটল ধরার দুঃসময় সামনে এসে দাঁড়ায়,
সেই মুহূর্তে সমসাময়িক খোলামেলা আলোচনা সাপেক্ষে বন্ধুত্বের সুন্দর সম্পর্কে টিকিয়ে রাখা সম্ভব হয়।
ভাগ্য যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে, তখন সেখানে বসবাস করতে করতে পরিচয় হয় কিছু মানুষের সঙ্গে,
বুঝে হোক বা না বুঝে সুখ দুখের ঝুলি খুলে দিই,
একান্ত ব্যক্তিগত দুখ গুলো উজাড় করতে নেই, শত কষ্টেও নিজের মধ্যে আগলে রাখতে হয়,
তাতে হয়তো কিছু সম্পর্ক বেচেঁ যায়।
একটা সময়ের পরে হয়তো এই কারণে বন্ধুর সংখ্যা ও কমে যায়।
ভালো থাকুক সেই সকল বন্ধুরা যারা নিজের মধ্যে নিজের ভালো থাকা খুঁজে ভালো থাকতে চায়।
© অনুরাধা