...

3 views

গোপাল ভাঁড়:

অতীতে কৃষ্ণনগরে ছিলেন এক মহান রাজা।
ভাঁড়ের রসিকতার দ্বারা তার হত খুব মজা।
সেই ভাঁড় হলেন রসের রাজা চতুর গোপাল ভাঁড়।
বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার।
বুদ্ধিতে ও মজায় ধারের কাছে ছিল না কেউ তার।
গোপালের ছিল এক বিশাল বড়ো ভুঁড়ি।
বুদ্ধিতে ও মজায় তার নেই কোনো জুড়ি।
গোপাল করতো রাজার সব সমস্যার সমাধান।
তাই সব লোক তাকে চিনতো ও করতো সম্মান।
অতিশয় ধারালো ছিল গোপালের মগজাস্ত্র।
তাই তার বুদ্ধির কাছে সবাই হতো পরাস্ত।
© Arka Samanta