...

6 views

গগন:

নিশিতে গগনে উদিত হয় অসংখ্য নক্ষত্র।
অজস্রের মাঝে দেখা যায় একটি চন্দ্র।
এই সমস্ত নিয়ে গঠিত হয় সমগ্র গগন।
যাহা দর্শন করে স্থির হয় মোদের স্থূল নয়ন।
নীল গগনে তারকার আলোক অতিশয় নগন্য।
বহু আলোক বিন্দুর মাঝে জ্যোৎস্নার চন্দ্রকান্তি অনন্য।
বিভিন্ন আলোকের নিমিত্ত গগনে ফুটে ওঠে উজ্জ্বল বর্ণ
রাতের আকাশ হয় আলোক দ্বারা পরিপূর্ণ।
সমগ্র নভঃমন্ডল দর্শন করে মম অন্তঃকরণ হয় প্রসন্ন।
© Arka Samanta

Related Stories