...

6 views

MAJHE MAJHE TOBO DEKHAPAI (EXTENDED)

MAJHE MAJHE TOBO DEKHA PAI (EXTENDED VERSION) BY SAHITYA MUKHERJEE :

কেনো আসে ভয় তোমারই হৃদয়
কেনো আসে ভয় আমারই হৃদয়
বুঝিতে কেনো পারি না
তোমার মায়ায় ডাকিছে ,
ঘুমন্ত চাওয়াগুলো জাগিছে
আমার মনটা শুধু ডাকিছে
তোমার হৃদয় কে

মাঝে মাঝে তব দেখাপাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখাপাই
চিরদিন কেন পাই না

তোমারই চরণে , শয়নে স্বপনে
করেছি এ হৃদয় সম্পর্পন
তোমারই চরণে , শয়নে স্বপনে
করেছি এ হৃদয় সম্পর্পন
আখি নাহি ফিরে , দেখেছি তোমারে
আখি নাহি ফিরে , দেখেছি তোমারে
দিয়েছি তোমারে নিজমন

মাঝে মাঝে তব দেখাপাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখাপাই
চিরদিন কেন পাই না

আকাশে বাতাসে ,মনেরই নিবাসে
আছো সদা আলো করিয়া
সেই গহীন আলোকে তোমায় খুঁজে থাকি
ভুলে মোর দিবা - নিশি নিদ্রা !
ওহে এত সুখ আমি পাইবো কোথায়
ওহে এত সুখ আমি পাইবো কোথায়
তোমারি পদছায়া ছাড়িয়া

মাঝে মাঝে তব দেখাপাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখাপাই
চিরদিন কেন পাই...