দাদু নাতি
দাদু নাতি
কলমে - আইয়ুব খাঁন
১৯/০৯/২০২১
দাদু ভাই, দাদু ভাই,
চুপটি কেন থাকো?
তুলোয় ভরা দামী পুতুল
দু হাতে আগলে ধরো।
হেবলা গেবলা বকার মতো
মনটি কেন হল?
কিশের তরে, কি চিন্তায়,
আঙ্গুল কেন চোষ?
নাইকো কেন মুখে হাসি
ক্ষুধা নেই কেন পেটে?
অমনিতে এমন সময়
দুধ খেতে বাটি ভর্তি করে!
শুনব না আমি কারো কথা
হাসব না...
কলমে - আইয়ুব খাঁন
১৯/০৯/২০২১
দাদু ভাই, দাদু ভাই,
চুপটি কেন থাকো?
তুলোয় ভরা দামী পুতুল
দু হাতে আগলে ধরো।
হেবলা গেবলা বকার মতো
মনটি কেন হল?
কিশের তরে, কি চিন্তায়,
আঙ্গুল কেন চোষ?
নাইকো কেন মুখে হাসি
ক্ষুধা নেই কেন পেটে?
অমনিতে এমন সময়
দুধ খেতে বাটি ভর্তি করে!
শুনব না আমি কারো কথা
হাসব না...