ঝরা পাতার চিঠি
কখনো বুঝেছো কি?
একাকিত্ব কাকে বলে;
হাজারো তারার মাঝে,
চাঁদটা একা কেন চলে...
কখনো অনুভব করেছো?
সুবিশাল সমুদ্রের গর্জন;
কিনারায় আছড়ানো ঢেউয়ের,
কত যে আছে ক্রন্দন।
কখনো শুনেছো কি?
নিস্তব্ধতার সেই হাহাকার;
বিরহে থাকা হৃদয়ের...
ওই যন্ত্রনা অবহেলার!
দেখেছো কি কখনো?
এই চোখের নীরবতা...
নিরন্তর বয়ে যাওয়া অশ্রুর
ছিলনা কোনো বাধা।
না, বোঝোনি তুমি কোনোদিন
একা পথ চলার কারণ,
পারোনি তুমি অনুভব করতে,
বুকচাপা সেই চিৎকারের ধরন,
শোনোনি কখনো অন্ধকারের কান্না,
দেখতে পাওনি তুমি চোখের বায়না।
তাই এই অন্তরের পিপাসা,
ধীরে ধীরে মিটে গেছে আজ,
খামখেয়ালিপনার স্রোতে,
ভেসে গেছে মনের সাধ।
তবুও এক আশা নিয়ে বসে আছি,
মনের আঙিনায়,
খুঁজবে কি সেই ইচ্ছেগুলো কোনোদিন,
ফিরবে কি আবার ?
সেই পুরোনো ঠিকানায়....
একাকিত্ব কাকে বলে;
হাজারো তারার মাঝে,
চাঁদটা একা কেন চলে...
কখনো অনুভব করেছো?
সুবিশাল সমুদ্রের গর্জন;
কিনারায় আছড়ানো ঢেউয়ের,
কত যে আছে ক্রন্দন।
কখনো শুনেছো কি?
নিস্তব্ধতার সেই হাহাকার;
বিরহে থাকা হৃদয়ের...
ওই যন্ত্রনা অবহেলার!
দেখেছো কি কখনো?
এই চোখের নীরবতা...
নিরন্তর বয়ে যাওয়া অশ্রুর
ছিলনা কোনো বাধা।
না, বোঝোনি তুমি কোনোদিন
একা পথ চলার কারণ,
পারোনি তুমি অনুভব করতে,
বুকচাপা সেই চিৎকারের ধরন,
শোনোনি কখনো অন্ধকারের কান্না,
দেখতে পাওনি তুমি চোখের বায়না।
তাই এই অন্তরের পিপাসা,
ধীরে ধীরে মিটে গেছে আজ,
খামখেয়ালিপনার স্রোতে,
ভেসে গেছে মনের সাধ।
তবুও এক আশা নিয়ে বসে আছি,
মনের আঙিনায়,
খুঁজবে কি সেই ইচ্ছেগুলো কোনোদিন,
ফিরবে কি আবার ?
সেই পুরোনো ঠিকানায়....