...

5 views

অভিমানী মন
হাতে রেখো হাত আলতো করে,যখন একশো তিন জ্বর,
দৃষ্টি দিয়ে মেপো উত্তাপ,অপ্রয়োজনীয় থার্মোমিটার,
ইনসমনিক চোখে,যখন মন খুঁজছে সান্তনা,
ডিসেম্বরের শীতে উষ্ণ আঁচ খোঁজা টাও নিছক অপরাধ না,
যতই পাষাণ হোক না মন,রক্ত মাংসের হৃদয়,
মাঝে মাঝে উষ্ণ আঁচে সেও একটু প্লবতা চাই,
দূরত্ব থাক স্পর্শে তবু হৃদয়ে হৃদয় ছুঁয়ে থাক,
মনের খবর রাখুক শুধু ,বাকি না হয় নিপাত যাক,
অভিমানের গোলা ভরে মন খারাপ আর আরি,
অসময়ে জ্বালাতন ,আর সময়ে বিরক্ত দুটোই বড্ড বাড়াবাড়ি।
© অনুরাধা