...

9 views

আলিঙ্গন
সে বলেছিল ভালবাসি তোমাকে সে নিয়েছিল বুকে জড়িয়ে আমাকে,
আমি রেখেছিলাম তারে আমার মনো মাজারে,
যেতে দেয়া যায় না তাকে ভালোবেসেছি যাকে,
মনের আধারে গোপন অন্ধকারে কেউ না জানে শুধু তুমি আর আমি,
ধরেছিলাম তার হাত ভালোবেসেছিলাম অবিরত তারে,
তার গায়ের গন্ধ লেগে আছে আমার মনে,
আলিঙ্গন কাকে বলে বুঝিনি তো আগে
ভালবাসারই আরেক নাম আলিঙ্গন,
তার ভালোবাসায় নিজেকে জড়িয়ে নেওয়া তার বুকের সব কষ্ট,
নিজের করে নেওয়া ক্লান্ত ক্ষান্ত অবসাদে নিরন্তন মনে প্রাণ ফিরে পাওয়া,
ভালবাসি তাকে ভালোবাসে যে মোর
ভালোবাসার রং পেন্সিলে আঁকা তার ছবি,
সে জড়িয়ে দিয়েছিল আমার হৃদয় ছাড়েনি থাকে প্রেমের আড়ালে,
বুঝিনি কখনো প্রেম কি ছিল বুঝেছি যখন প্রণয় বুকে বাসা বেধেছে,
চেয়ে আছি পথটি ধরে আবার কবে জড়িয়ে নেব ভালোবাসাকে,
ভালোবাসার রোদ বৃষ্টি খেলা কখনো শ্রাবণ কখনো বা ক্লান্ত দুপুর বেলা,
সেই রমণীর আঁচল ছুঁয়ে যায় মন চলে যায় ব্যথা মুছে যায় নীরবতা,
আমার বাহুডোরে নিয়েছি তাকে জড়িয়ে দিয়েছি জমা করে রাখা কিছু প্রেম,
কিছু সময় কিছু আনন্দ আর কিছু বেদনার অন্তরালে লুকিয়ে থাকা সুখ,
সুখ পাখি তুই আমায় দিয়ে যাস নে ব্যথা ভালোবাসি তারে,
যে থাকে আসে যায় আমার হৃদয় কক্ষে আমার মনের মাঝে আরো একটি মন আছে,
আলিঙ্গনের দুঃখ মুছে যায় মুছে যায় যত একাকীত্ব ঘুচে যায় বেদনা,
মিথ্যা প্রেমের অভিনয় নয় ভালোবাসার এক বন্দনা,
অভিনয় করেছি অনেক কিন্তু যখন সত্যি প্রেম এল আলিঙ্গনে জড়িয়ে নিল,
এই জীবনে ভালোবাসার অনেক কিছু বাকি প্রাণের প্রণয় গভীর আবেগ ভালোবাসায় ধরে রাখি,
আলিঙ্গন শুধু একটি অনুভূতি নয় অনুভূতির বাইরে যদি কিছু থাকে,
তার চেয়ে বেশি কিছু তোমায় জড়িয়ে নেওয়া কে বলে।