...

3 views

পিকনিক আর চড়ুইভাতী

প্রতিটি দিন হয় না কেন পিকনিক আর চড়ুইভাতির মত।
বৃষ্টির দিন ঘটা করে রান্না হয় খিচুড়ি
ভাজা হয় বিন্নি ধানের খই।
স্কুল পালিয়ে অনেকেই এসে অংশ নিত চড়ুইভাতির দলে।
বছর শেষে স্কুলের সবাই শিক্ষা সফর করতে যেত কতই খুশি করে।
এই পাড়া আর ঐ পাড়াত ছেলেরা সবাই
সবাই ছিল একে অপরের ভাই ভাই।
ছিল না পরস্পরে কোন ভেদাভেদ।


© সাদিয়া তাবাসসুম