...

2 views

মুগ্ধ সকাল
মুগ্ধ সকাল নীলাকাশের বুকে
খুশির আলোয় শিশিরের কোলাকুলি,
ঐ শরতের কাশের কলি দেখছে মুখ তুলি----
নির্জনতা ভঙ্গ করে ডাকছে পাখির ঝাঁক
মেঠো পথের কৃষ্ণচূড়া ছিল নদীর বাঁক।

খেয়া ঘাটে ভিড় জমেছে পসরা রাশি রাশি
ভিড়লে তরী যাত্রী বোঝাই ভাড়া দিয়ে আসি
রাখাল ছেলে ধেনু লয়ে যায় হাতে নিয়ে বাঁশি
পথের শিশু খেলছে ধুলায় হাতে নিয়ে কাঁসি।
© কলমে...শ্রী রাজু গরাই