...

17 views

ইতি আমি
সময় কথা রাখেনি,
জীবনের প্রতীক্ষার মূল্য
যায় নি পাওয়া।
'কাল। দেখা যাবে'
ছিল না জীবনে;
এখনো মানি,
'কাল ঠিক হবে'।
প্রতিদিনের লড়াই -
আজ, একঘেয়ে - একরোখা।
এঁটো কাঁটা - ডাস্টবিনে
চিরকাল টিকে থাক।
পলিপ্যাক
টিপ্পনী কেটে যায়।
শিরদাঁড়া ভাঙার শেষ
চেষ্টা ছাড়েনা
আজব খেলায়।
তবু টিকে আছি, -
থাকবো - শেষ নিঃশ্বাসের তরে,
শেষ লড়াই মিথ্যে -
হয়ে যাবে না।
যদিও সেদিন…
চার কাঁধ থেকে যদি
নামি
শেষের আগুন শিখায়;
আমার চিঠিটা
পড়ো।
তোমার জন্যই লেখা -
- ইতি আমি।

© জিপ্`সি
০৯ ই জানুয়ারী, ২০১৮