...

3 views

ঞ্জান কানা
সাগরে হাঙর ধোলায় করে
মগজ,
জোয়ারে ভাসা মাছ হেন
অনুজ্,
হায় রে হরির দল!
তোরা নেহাতি
বোকা টি শট- বল,
জনম গেল ভক্ত হয়ে
হাঙর ঠিকি ভক্তি নিয়ে,
ভাটা এল জোয়ার গেলো
হাঙর ব্যাটার দিব্যি হলো।
রইলি হয়ে ঞ্জান কানা
প্রভূর আখের ষোল আনা!
দাসের কি আর কমতি হবে?
মগজ ধোয়ার অস্ত্র আছে
হাঙর দিল গা এলিয়ে
মাছেরা এল লেজ নাড়িয়ে
ভাবলো বুঝি সঙ্গি হলাম হাঙর বাবার কাঁধ টি চড়ে,
এমনি করেয় জনম গেল কানা হয়ে মরুদ্যানে।
হাঙর বলে পিঠ দিয়েছি থাক না তোরা ভক্ত হয়ে ,
আমার যারা নিন্দে করে
বলবি তাদের বিরোধ দিয়ে,
আমার মালিক সৎ-দয়ালু
অন্য হাঙর শিকারী-কটূ
আমার প্রভূ যাদের দলে
তারা সবাই ধোয়া জলে!
আমি শুধু প্রভূকে চিনি
বাকিদের কে প্রভূ চেনে।



© M.A.Imam