...

0 views

আমি এমনই
তুমি আমায় মনে মনে হত্যা করে যদি সুখে থাকতে পারো তাতে আমার দুঃখ নেই,
শুধু জেনে রেখো তোমার সুখে থাকাতে আমি মহাসুখে থাকবো।

তুমি আমায় ভুলে গিয়ে যদি আনন্দে থাকতে পারো তাতে আমার খারাপ লাগবে না,
শুধু জেনে রেখো তোমার আনন্দে থাকাতে আমি মহানন্দে থাকবো।

তুমি...