বোধন
বোধন
শ্রী রাজু গরাই ৯ই অক্টোবর ২০২৪
ওরে কে কোথায়,
বোধনের সময় যে হয়ে এল---
চেয়ে দেখ,
ত্রিভুবনের দ্বারে আলোর মালায় সেজেছে রাত
বাপের বাড়ি বলে কথা,
তবে মা এখানে কেন চলে ঘাত প্রতি-ঘাত!
ধরণী শোকে সমাচ্ছন্ন
থমথমে আকাশ বাতাস মহাশূন্য.. ... ..
তুই তো এলি না মা, তিলোত্তমা'র গৃহকোণে
জন্মদাত্রী মুখ লুকায় এই ছিল বিধাতার মনে।
রবিররশ্মি মেঘমালায় দিয়েছে ঢেকে চারিধার
বজ্রবিদ্যুৎ এ বারিধারা ছুটছে, অন্তরে আঁধার।
কেন পাপের রাজত্বে মিথ্যা যজ্ঞের আয়োজন
ক্ষমতাবান স্বার্থে ডুবে, অসহায় কাঁদছে; দুঃসহদহন।
বোধনের সময় যে হয়ে এল---
আয় আয়, মা কে নিয়ে আসি অশ্রুআঁখি হর্ষভরে
বিল্বপত্র শ্বেতকমল ধান দূর্বা মঙ্গলদীপ প্রজ্জলিত করে।
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #writer #বোধন #philosophy #letter #writcopoem #writersofinstagram #WriteIndia
শ্রী রাজু গরাই ৯ই অক্টোবর ২০২৪
ওরে কে কোথায়,
বোধনের সময় যে হয়ে এল---
চেয়ে দেখ,
ত্রিভুবনের দ্বারে আলোর মালায় সেজেছে রাত
বাপের বাড়ি বলে কথা,
তবে মা এখানে কেন চলে ঘাত প্রতি-ঘাত!
ধরণী শোকে সমাচ্ছন্ন
থমথমে আকাশ বাতাস মহাশূন্য.. ... ..
তুই তো এলি না মা, তিলোত্তমা'র গৃহকোণে
জন্মদাত্রী মুখ লুকায় এই ছিল বিধাতার মনে।
রবিররশ্মি মেঘমালায় দিয়েছে ঢেকে চারিধার
বজ্রবিদ্যুৎ এ বারিধারা ছুটছে, অন্তরে আঁধার।
কেন পাপের রাজত্বে মিথ্যা যজ্ঞের আয়োজন
ক্ষমতাবান স্বার্থে ডুবে, অসহায় কাঁদছে; দুঃসহদহন।
বোধনের সময় যে হয়ে এল---
আয় আয়, মা কে নিয়ে আসি অশ্রুআঁখি হর্ষভরে
বিল্বপত্র শ্বেতকমল ধান দূর্বা মঙ্গলদীপ প্রজ্জলিত করে।
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #writer #বোধন #philosophy #letter #writcopoem #writersofinstagram #WriteIndia