...

3 views

বেহাল_দশা
বহুদিন পরে যখন খুলে স্কুল
পরুয়ারা আসতে করেনি ভুল।
তবে দেখি সামর্থ্য যাঁচায়ের পরে
তারা মূল স্রোত থেকে দূরে গেছে সরে।
গ্রামের স্কুলগুলি ভুগছে খুব অভাবে
পড়াশোনা নেই ভালো তেমনভাবে।
অনেকে ছেড়ে লেখাপড়া লেগেছে কাজে
রয়েগেছে অনেকে শুধু নামে ছাত্র-ছাত্রী সাজে।
সাত বা আট ক্লাসে পড়ে, অথচ বানানে খুব করে।
নিজ ঠিকানা লিখতে অনেকে ভুল করে।
বিরাট এক চ‍্যালেঞ্জ শিক্ষকেদের সামনে এখন
সঠিক মতো কাজ না করতে পারলে শিক্ষা ব‍্যর্থ তখন।