...

1 views

আমার কাব্য হয়ো
তোমার সাথে বলতে কথা
একটা দুটো কাব্য চাই;
তোমার সাথে বলতে কথা
সাহিত্যকেও সই পাতাই।
তোমার কথায় সুর বসিয়ে
একটা গানের সঞ্চারী,
তোমার কথা বলছে আমায়
বন্য ফুলের মঞ্জরী।
তোমার জন্য উপহারে
উপন্যাসের বুক থেকে -
পাঠিয়ে দেবো সেই পাতাটা
ভালোবাসার ছাপ...