বসন্ত!
তুমি আসবে বলে.....
তুমি আসবে বলে,
বসন্তের হাওয়া ছুঁয়ে গেল মেঘবালিকার হৃদয়!
তুমি আসবে বলে,
অবেলায় রয়েছি দাঁড়িয়ে
হাতে নিয়ে বসন্তের ফুল
যদি তুমি শক্ত করে ধরো প্রেমেরও দুকূল!
তুমি আসবে বলে,
দুটি নয়ন জুড়ে তোমারি ছবি আঁকা!
তুমি আসবে বলে,
মন হয়েছে আজ পাগল পাড়া।
তুমি আসবে বলে,
এলোমেলো সপ্ন গুলোকে
রেখেছি আজ সাঁজিয়ে !
মিলনের সুর তুলবে পরাণ পাখি পাখা উড়িয়ে দিলে।
তুমি আসবে বলে,
দক্ষিণা বাতাস আজ হৃদয় ছুয়ে যায়।
তোমার কথা ভাবতে ভাবতে
সময় যে কবে গেছে চলে।
মনতো চায় খুঁজতে তবে
পায় না খুজেঁও তাকে।
তুমি আসবে বলে,
আজ বসন্ত এসে ছুয়েঁ গেল!
তুমি আসবে বলে,
হৃদয়ের ফুলদানিতে রেখেছি তোমাকে সাজিয়ে।
তুমি আসবে বলে,
বসন্তের হাওয়া ছুঁয়ে গেল মেঘবালিকার হৃদয়!
তুমি আসবে বলে,
অবেলায় রয়েছি দাঁড়িয়ে
হাতে নিয়ে বসন্তের ফুল
যদি তুমি শক্ত করে ধরো প্রেমেরও দুকূল!
তুমি আসবে বলে,
দুটি নয়ন জুড়ে তোমারি ছবি আঁকা!
তুমি আসবে বলে,
মন হয়েছে আজ পাগল পাড়া।
তুমি আসবে বলে,
এলোমেলো সপ্ন গুলোকে
রেখেছি আজ সাঁজিয়ে !
মিলনের সুর তুলবে পরাণ পাখি পাখা উড়িয়ে দিলে।
তুমি আসবে বলে,
দক্ষিণা বাতাস আজ হৃদয় ছুয়ে যায়।
তোমার কথা ভাবতে ভাবতে
সময় যে কবে গেছে চলে।
মনতো চায় খুঁজতে তবে
পায় না খুজেঁও তাকে।
তুমি আসবে বলে,
আজ বসন্ত এসে ছুয়েঁ গেল!
তুমি আসবে বলে,
হৃদয়ের ফুলদানিতে রেখেছি তোমাকে সাজিয়ে।