...

7 views

উরো কথা

ভাবতে ভারি অবাক লাগে
এই পৃথিবী এত বড়ো,
তাও আমি একা ।
এত লোকজনেরা থেকেও যেন
কেউ নেই।
মাঝে মাঝে মনে হয়
আমি কেন এতো ভিড়ে ও একা?
খানিকক্ষণ পর ই বুঝতে পারি,
আমি তো কাউকে নিজের বলে মনেই করিনি।
আমি কি সত্যিই কাউকে ,...