...

5 views

প্রবাসীর আর্তনাদ
২৪/০৯/২০১৮

লোহিত সাগর ভর্তি ঐ চোখের পানিতে
লোহিত মনে ডুবে রয় বাণীগুলো তে।

প্রবাসী কেন করবে তোমায় পর?
স্বদিচ্ছা ছিলো, ছিলোনা কোন জোর।

ভিসা দেরি হলে বলেছিলে ছলচাতুরী
দালালের উপর দোষ ছিলো ভুরি ভুরি।

এখন কেন করছ প্রবাসকে দোষী
টাকা নিয়েছ সবার ধনী, গরিব, চাষীর।

এডভান্স, আসল, সুদ, কত কি যে আরো
স্বজ্ঞানে দিয়েছ নাদেখে অশ্রুজল কারো।

একাকী জীবন নিজ হাতে এনেছ টেনে
জানালা দিয়ে তাকিয়ে রও ঐ মেট্রোট্রেনে।

সব থেকে ও করলে নিজেকে ত্যাজ্য
ছোট্ট হাসি পাও তা পেতে ও কত ধৈর্য।

প্রবাসী তুমি প্রবাসী রবেনা চিরতরে
ফিরে যাবে একদিন সবার ঋণ শোধ করে।

© S. A. Marshal

Related Stories