...

16 views

ফিরে আসা
আকাশের বুক ঢাকে কালো মেঘে,
অসময়ে বৃষ্টিও ফিরে আসে,
তুমি কেন আসলে নাগো ফিরে,
আমার তৃষিত বসন্তের বেলা শেষে?

সেই যে গেলে আসবে ফিরে বলে...
এখনো দেখো পথ রয়েছে চেয়ে.
এই জনমে পাবো কি আর দেখা?
নাকি জন্মান্তরে রইবো অপেক্ষাতে?