...

2 views

পড়ুন বাকা চোখে দেখোনা

ছেলে কিংবা মেয়ে হোক
ছোট বড় যেকোন সৎ পেশার লোককে
দরকার হলে বাহ্বা দাও।
তবু বাঁকা চোখে দেখো না।
মাঝে মাঝে রিকশা ওয়ালা চা ওয়ালাদের
ওপর কেউ রেগে যাই,
হয়ত নিম্ন আয়ের মানুষেরা কিছু বলতে না পেরে সয়ে সয়ে পাথর হয়ে যায়।
মাঝে মাঝে কেউ প্রতিবাদী হয়ে ওঠে।
উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই থাকি এক আকাশের নিচে,শুধু মাথার ছাদটাই কেবল আলাদা।
কারও আবার সেই ছাদ টাও নেই,আছে একমাত্র স্রষ্টার বিশাল আকাশ,আর বুকভরা নিঃশ্বাস।