...

2 views

আমার চোখে বন্ধু
বন্ধু মানে এক সোনালী সকাল,
এক মুঠো রোদ ,একটা ছোট্ট বাসা।
বন্ধু মানে এক বর্ষামুখর বিকেল,
একসাথে পথচলা আর ভালোবাসা।
বন্ধু মানে শরতের নীল আকাশে
তোমার নামের চিঠি উড়িয়ে দেওয়া।
বন্ধু মানে বসন্তের রঙের ছোঁয়া,
যে রং শুধু...