...

8 views

খোঁজ
কেমন আছো তুমি?
এক সমুদ্র ব্যাপি দুরত্ব..
ছোট্ট একটি নৌকায় ,
আমি এখন একমাত্র যাত্রী।
স্রোতের বিপরীতে।

কেমন আছো তুমি?
পেয়েছ কি অপার শান্তি?
খুঁজে কি নিয়েছ ফুলে আচ্ছাদিত এক শয্যা।
পথ চলার শেষে পেয়েছ কি নিরালা আশ্রয়?
ক্রমাগত এক খোঁজার শেষে,
আজ হয়ত তুমি শান্ত, ভারমুক্ত।

তোমার অনবরত শব্দ করা,
পৃথিবীর কাছে তখন এক নিঃশব্দের পাহাড়।
তোমার এক আকাশ শূন্যতায় ,
তখন‌ও‌ একটি নাম- 'অপেক্ষা'
অপেক্ষাটাকে বিক্রি করে সময়ের দাম মেটালে
নিজের হাতেই বেছে নিলে সেরা উপহারটা।
দেখো! আজ‌ও সেখানে পৃথিবী খুঁজছে ,
স্বার্থপরতার ছাপ।
অসংখ্য জিঙ্গাসু চোখ!
এ-সব কি আর তোমায় ছুঁতে পারে?
কেমন আছো তুমি?
তোমার আকাঙ্ক্ষিত পৃথিবীটা?