...

5 views

আমার বন্ধু
আমার বন্ধু যে হবে
মান অভিমানে ভরা,
যুক্ত হবে তাঁর সঙ্গে
রোদ বৃষ্টি খরা।
বইবে হাওয়া তারই ছোঁয়ায়
দুলবে পাতা গাছে,
চোখের চাওয়ায় ফুটবে ফুল
সবুজ ঘাসের কাছে।
যে চলার পথে ধরবে
নির্ভয়ে গান,
যারই ছোঁয়ায় দুর্বল সংশয়
হবে অবসান।
যখন ক্লান্তি আমার
সারাদিনের তৃষা,
সেই এসে দেখাবে আমায়
নতুন পথের দিশা।
হাতখানি যার বাড়িয়ে দেবে
আমার এই হাতে,
রাখবে আমায় সারাজীবন
তারই পথ চলার সাথে।
হৃদয় যার চাইবে দিতে
কেবল নিতে নয়,
দিয়ে যাবে সে তার
যা কিছু আছে সঞ্চয়।
যারই মধ্যে থাকবে
কান্না হাসির পৌষ ফাগুনের পালা,
যারই মধ্যে চিরজীবন
বইবে গানের ডালা।
যার ছোঁয়ায় ঘুম ছুটবে
বাঁধ টুটবে মনে,
যার হাসিতে ঢেউ উঠবে
চিরব্যাধার বনে।
....... Best Friend