...

6 views

অপেক্ষা
প্রাত্যহিক জীবনচর্যায়,
উত্তাল বাতাসের ন্যায় প্রবেশিল সে ।
পথ হারাইয়াছে।
কিন্তু গন্তব্য আমার বাসা নহে।
তাই চলিয়া গিয়াছে সে।
আমার ছোট কুটির
আবহমানকাল ধরিয়া শূন্য পড়িয়া ।
তথাপি কেন এইরূপ ব্যর্থ অপেক্ষা?
ইহার অবসান কি তাহা হইলে কেবল মৃত্যুতে?
© RupkathaBhowmick