...

2 views

নিরবতায় তুমি
নীরবতা

নীরবতা, তবু কত কথা বলে,
অগণিত শব্দের ভেতর,
অবিরাম বয়ে যায় এক নীরব স্রোত,
যেখানে মিশে যায় আমার সকল অনুভূতি।

প্রতিটা নিঃশ্বাসে,
একটুখানি থমকে থাকা,
তোমার মুখের দিকে তাকিয়ে,
অজস্র প্রশ্ন করে মন,
তবু নীরবই থাকি—
আমার নীরবতায় মিশে থাকে সমস্ত উত্তর।

তুমি জানো না,
এই নীরবতাই আমার ভাষা,
তুমি বোঝো না,
এই নীরবতার গভীরে লুকিয়ে আছে সব আবেগ।

নীরবতা মানে শুধু চুপ থাকা নয়,
নীরবতা মানে বেদনাকে ঢেকে রাখা,
নীরবতা মানে আশা-নিরাশার দ্বন্দ্ব,
নীরবতা মানে ভালোবাসার অপ্রকাশিত গান।

তুমি যদি কখনও অনুভব করতে পারো,
আমার নীরবতার ভিতরে লুকানো সে সব কথা,
তাহলে বুঝবে,

,,,,,,🌼🌼