...

12 views

ট্যাড়া

তুই দেখিস না
দূষিত ইন্টারনেটে মানুষের হায়েনা গিরী,
কুকুরের নির্লজ্জ বেহায়াপনা ?
দেখিস না স্বার্থান্বেষী মহল-
সুবিধাবাদ জিন্দাবাদ
তুই দেখিস না জালিম!
সন্ত্রাস দূর্নীতি অনিয়ম
ভ্রষ্ট সেকোলার নষ্ট ব্যবস্থাপনা ?

তুই দেখিস না
প্রতি অক্ষে, দ্রাগিমায়
প্রতারক চাটুকার দালালদের,
ঘুষখোর ,ভদ্রলোক নামধারী
অভদ্র ন্যাকাদের-
স্বাধীন আস্ফালন ?
তুই দেখিস না
নারীর সম্ভ্রম কেনাবেচার
উন্মুক্ত মার্কেট ?
কী বিভৎস চেহারা মনুষ্যত্বের
অন্তঃসারশূন্য পারিপাট্যের আড়ালে !

না তুই দেখেছিস
নিখিলের চির সুন্দর সৃষ্টিতে
অপ্রাসঙ্গিকতা, নৈপুণ্যের অভাব !
দুধের চেয়ে সাদায়, জুসনার চেয়ে মসৃণে
বিদঘুটে খলংক কালিমা !
তুই দেখেছিস সমুদ্রের চেয়ে উদারতায়,
গ্যালাক্সির চেয়েও বৃহতে ,
আকাশের চেয়েও উচ্চতায়-
সংকীর্ণতা, ক্ষুদ্রতা!
তুই জারজ ,ইবলিসের তল্পিধার
তোকে সাবধান করছি শেষবার
আর একটি কথাও বলবিনা তুই
আমার শুভ্র বিশ্বাসে
আমার নিঃশ্বাসে চালাবিনা ছুড়ি
তিনি আমার হযরত মুহাম্মদ
তিনি আমার প্রিয় কামলিওয়ালা।








© Akbar husen2