আমার ঘুম
আমি পাহাড়ের কোলে মাথা রেখে
ঘুমিয়েছি কতবার ,
চাদর হয়ে মেঘ এসে আমায়
জড়িয়েছে শতবার .....
কেউ ডাকেনি একটিবারও আমার
ক্লান্ত শরীর দেখে ,
আমি ঘুমিয়েছি...
ঘুমিয়েছি কতবার ,
চাদর হয়ে মেঘ এসে আমায়
জড়িয়েছে শতবার .....
কেউ ডাকেনি একটিবারও আমার
ক্লান্ত শরীর দেখে ,
আমি ঘুমিয়েছি...