ঝংকার
ঝংকার
(গীত ছন্দ রীতিতে )
দীপঙ্কর বর্মন
সুকুমারী বলে ছন্দ লিখবি আয় ,
ভোরের কোকিল মধুর স্বরে যে গায়,
ছিন্ন বীণায় সুরেই বাজে এ গান ,
জুড়ায় জীবন জুড়ায় মন ও প্রাণ।
বন্দনাতে পূজন হলো সারা ,
জীবনে আজ হলাম আত্মহারা,
খুঁজে পেলাম মনের বন্ধ ঘরে,
প্রতীক্ষার এ ফসল যেন দ্বারে।
নতুন সুরে গাইবে পাখি গাথা,
ব্যথার ডালি মাথায় নিয়ে ছাতা,
রঙ্গিলা মন ডাকে কুহু তানে
জাদুর গুণে হদয় নাচে গানে।
(গীত ছন্দ রীতিতে )
দীপঙ্কর বর্মন
সুকুমারী বলে ছন্দ লিখবি আয় ,
ভোরের কোকিল মধুর স্বরে যে গায়,
ছিন্ন বীণায় সুরেই বাজে এ গান ,
জুড়ায় জীবন জুড়ায় মন ও প্রাণ।
বন্দনাতে পূজন হলো সারা ,
জীবনে আজ হলাম আত্মহারা,
খুঁজে পেলাম মনের বন্ধ ঘরে,
প্রতীক্ষার এ ফসল যেন দ্বারে।
নতুন সুরে গাইবে পাখি গাথা,
ব্যথার ডালি মাথায় নিয়ে ছাতা,
রঙ্গিলা মন ডাকে কুহু তানে
জাদুর গুণে হদয় নাচে গানে।