...

5 views

সিংহ ও খরগোশ:

এক সিংহ বাস করতো একটি বিশাল বনে।
সেই বনেতে প্রাণীরা থাকতো ভয়ে জমে।
সবাই সভা করলো একদিন তার খাওয়া যাতে কমে।
পেট ভরানোর জন্য তার যাবে প্রত্যেক জনে।
খরগোশ গেল বুদ্ধি নিয়ে সিংহ রাজার কাছে।
আপনার চেয়ে শক্তিশালী একটি সিংহ আছে।
খরগোশ বলে সিংহ রাজা আমায় ক্ষমা করুন।
আপনার চেয়ে শক্তিশালী সিংহকে দেখতে আসুন।
এই কথাতে সিংহ রাজার মাথায় আগুন জ্বলে।
কে নিজেকে আমার চেয়ে শক্তিশালী বলে।
এই বলে সিংহ রাজা তাকে দেখতে চলে।
সেই সিংহ বাস করতো নাহি স্থলে।
সেই সিংহ বাস করতো কুয়োর জলে।
খরগোশ তাকে দেখাল তার কুয়োর জলের ছায়া।
সিংহ কুয়োয় পড়ায় তার নাহি হলো কোনো মায়া।
© Arka Samanta

Related Stories