আমাদের দিন
যেইদিন সূর্য উঠিবে পশ্চিমে
আর অস্ত যাইবে পূর্বে,
যেইদিন ঘাসের রঙ নীল
আর আকাশ সবুজ হইবে;
সেইদিন আমাদের শান্তি দেওয়া হইবে।
যেইদিন বিশুদ্ধ রক্ত বহিবে শিরায়
আর দূষিত বহিবে ধমনিতে,
যেইদিন মাছ আকাশে
আর পাখি থাকিবে জলতে;
সেইদিন আমাদের স্বাধীনতা দেওয়া হইবে।
যেইদিন পদ্ম থাকিবে স্থলে
আর গোলাপ ফুটিবে জলে,
যেইদিন বুদ্ধি হইবে ক্ষীণ,...