...

2 views

সন্ধা
কিছু সন্ধা থাকে ভিষণ এলোমেলো, ভিষণ কোহেলী। এইতো সেদিনও নিজেকে আমি যত্ন করবো বলে সন্ধাকে সম্ভাষণ জানিয়েছি। সন্ধার ধ্রুবতারা আমায় পথ দেখিয়ে ধ্রুবরেখা টেনে দিল। আমি সেথায় অতিক্রম করার ব্যর্থ চেষ্টায় লেগে গেলাম।

আলোক বর্ষ সমান দূরত্ব নিয়ে অপার দৃষ্টিতে চেয়ে আছি নিরব চাতক দুইটি চোখে। আমার সন্ধারা বারংবার আমার মন কেমনের ইচ্ছে গুলো জানান দিয়ে আমায় এলোমেলো করে দিয়ে যায়।
সন্ধায় ব্যস্ত মানুষ কিংবা পাখিদের নীড়ের ফিরার দৃশ্যপট আমাকে ভাবিয়ে যায়, আমি ফিরবো কবে আমার আপন নীড়ের আঙ্গিনায়???

প্রিয় আধখানা নথিপত্রে লিখা রাখার অভিমান গুলো আমার কাছে ছুটি চেয়ে আমার দরজায় কড়া নেড়ে যায়।
আমি সন্ধা নামার ভয়ে ওদের তাড়িয়ে বেড়াই। সন্ধা তুমি ভিষণ এলোমেলো ভিষণ অন্যরকম......

© Lokman