...

4 views

একটি ভেজা চিঠি
প্রিয় সুখ,
তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু
পাইনি| হঠাৎ একদিন মেঘেরা এসে বললো তুমি নাকি আছো ঐ আকাশের নীলে আর
পাহাড়ের খাঁজে| দৌড়ে গেলাম তোমাকে পাওয়ার আশায়| কিন্তু কই! তোমাকে তো
পেলাম না| ফিরে আসার পথে এক ললনার
সাথে দেখা| সে বললো যে তুমি নাকি আছো
তার শাড়ির আঁচলের ভাঁজে| কিন্তু সেখানেও তোমার দেখা মিলল না| যখন মন খারাপ করে চলে আসছিলাম তখন এক কৃষকের সাথে দেখা হলো| সে বললো যে তোমাকে কোথাও পাওয়া যাবে না| কারণ তুমি নাকি হাটে - বাজারে বিক্রি হও| দৌড়ে গেলাম তোমাকে পাওয়ার আবেগে| কিন্তু সেখানে গিয়ে দেখি তোমার অনেক দাম, কিনতে পারলাম না ! তবে বিশ্বাস করো আমি কিন্তু খালি হাতে ফিরে আসিনি| সেখানে দেখি দুঃখের দাম অনেক কম| তাই ব্যাগ ভর্তি করে দুঃখ নিয়ে এলাম| সেখান থেকেই তো আমার নাম দুঃখ!
- ইতি-

দুঃখ এবং তোমার চেনা কেউ, খুব চেনা

© দুয়া ভিখারি