২১/৯/২০২০
জানিনা কেনো সব কিছু শেষ তবু যেনো মনেপরে তার কথা , ভুলেও ভুলতে পারিনা ,তার সাথে কাটানো সমস্ত অমূল্য সময় যা আমার জিবনে চিরস্মরণীয় হয়ে রয়েগেছে, কেউ ঠিকই বলেছে প্রথম ভালোবাসা সারাজীবন মনেথাকে ,কোনোদিনই তা ভোলাজায়না , ঠিক তেমনি আমিও ভুলতে পারিনি তাকে, চেষ্টা করেছি অনেক কিন্তু তাও আমার দ্বারা...