...

7 views

গদ্যা কবিতা ঃ "পাহাড়ের বুকে গোলাপ" 🌹
Dedicating a #testimonial to Mily Ahmeed ❤️❤️😘😘

ট্রেন থেকে নেমে, কালকা স্টেশনের সম্মুখে দাঁড়িয়ে, শীতল এক ফুরফুরে হাওয়া , চুলগুলো এলোমেলো হয়ে
চোখে উপর একগোছা চুল,
আমি চুল সামলাতে গিয়ে দেখি নি সামনে কে!
হঠাৎ দেখি খুব সুন্দরী অবিবাহিত একটা মেয়ে।
আমার চোখের উপরের চুলগুলো সরিয়ে, দেখলাম...
বেশ ঠান্ডা মেয়েটি দাঁড়িয়ে কোট গায় দিচ্ছে,
আমি খেয়াল করিনি আমার কাঁধে ধাক্কা লেগেছে তার কাঁধ।
আমি বললাম!
সরি ম্যাম !
ইটস ওকে !!

কিছুটা পথ যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম ম্যাম আপনি যাবেন কোথায়!
ম্যাম বলল মানালি !!

একই কোশ্চেন আমাকেও করলেন ......
আমি বললাম আমিও মানালি ম্যাম।

যাবার সময় কুলুতে একটা রেস্টুরেন্টে সবাই মিলে লাঞ্চ করছি, ম্যাম কেউ দেখতে পাই ...
আমি বললাম,
হাই ম্যাম !
ম্যাম বল হ্যালো
বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথোপকথন চলে .…....

একই গন্তব্যে পৌঁছায় আমরা, অবশ্য আলাদা গাড়িতে করে!
থাকার হোটেলটা ও আলাদা ছিল।

কিন্তু, ম্যামকে আমি ছবিতে দেখেছি yq কবিতা প্রোফাইলে ...
হোটেলের রুমে বসে বিভিন্ন ধরনের কবিতা লিখে কমেন্ট করে দুজনের মধ্যে বেশ হাসি চলছে .…..
তবুও,আমরা দুজন দুজনকে চিনি না সম্মুখে।

কিন্তু, সম্মুখে বলতে পারছিনা, আমি চিনি , যদি আমায় না বলে....
তবুও, সাহস করে বললাম, ম্যাম আপনি তো প্রবাসী!
ইয়েস!!
আবার প্রশ্ন করলাম আমি আপনার নাম কি?
ম্যাম এড়িয়ে গেলেন !
বেশ ভালো মন্দ জিজ্ঞেস করলেন... ব্যাস ...... এইটুকু ই

পরের দিন১২টা সময়
ক্লাব হাউজ ঠিক বেলকনি সামনে ম্যাম একাই দাঁড়িয়ে, যেমন প্রোফাইলের ছবিটা, ঠিক তেমনি এভাবে ঠোঁটে লিপিস্টিক ব্ল্যাক সানগ্লাস , এক গোছা চুল ডান সাইডে কপালের উপরে এলোমেলো হয়ে গেছে, বারবার ম্যাম হাত দিয়ে সরায়।
আবার,ম্যামের হাতে মোবাইল নিয়ে টাইপ করছেন,
একটু পাশ দিয়ে দেখলাম তাও আবার বাংলা টাইপিং...?
সেই কবিতার প্রোফাইলে, কবিতা লিখছেন।

(আমার কবিতার প্রোফাইলে আমার কোন ছবি দেয়া ছিল না......🤭)

আমি আবার ওখানে উপস্থিত , আবার সাহস করে ম্যামকে বললাম আপনি কি কবিতা লিখছেন !
ম্যাম বলল ইয়েস!!
বাংলা কবিতা!
ইয়েস!!
সেদিন আর কোনো কথা হলো না।

আবার পরের দিন ১১টা সময়..
বেশ কনকনে ঠান্ডায় পাহাড়ের চূড়ায় আবার আলাপ !
ম্যাম খুব সুন্দর একটা চুরিদার পড়েছে খুব হালকা চেহারা খুব সুন্দরী, সেদিন ম্যাম বোরকা পরেননি ।
বেশ অনেকক্ষণ পাহাড়ের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপন হল।

আবার, আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা বলবেন!
ওকে !!
"মিলি আহমেদ"
আমি বেশ হাসি মুখ করে বললাম, আপনি আমাকে চেনেন....!
প্রথমতেই বাক্য না।
আমি ভেবেছিলাম না ই বলবে!
আমার কবিতা প্রোফাইল টা ওপেন করি...
আমি একটা কমেন্ট করি....
মিলি কিছু টা দূর গেছে বরফের গায়ে ঝরনা দেখতে যায় ....
আর অনলাইনে সিগনালটা মিলি পাইনি .....!!
আবার ওইভাবে ও দিনো কেটে গেল।

বেশ 5 দিন পর ফেরার সময়, আবার আমরা একই ট্রেনে
একই কামরাতে....
তখন মিলি আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি?
আমি হেসে বললাম রুপি .....
মিলি বললো তোমার না অর্পি রায়
হ্যাঁ!
আমি মিলি আহমেদ .....
রুপি নামা টা তো আমি তোমাকে দিয়ে ছিলাম....
একদম তাই মিলি!!
পাহাড়ের বুকে এক লাল গোলাপের আবির্ভাব...

✍️অর্পি রায়

Mily Ahmeed দিভাই আমার ভাবনা দিয়ে লেখা এই গদ্য কবিতাঃ-পাহাড়ের বুকে গোলাপ 🌹
ভুল হলে ক্ষমা প্রার্থী।

অনেক অনেক ভালোবাসা আর আদর রইলো সখী 😘😘😘😘😚😚😚😚❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক দিনের আগের ছবি মানালি, আমার নিজের তোলা ছবি মানালির ক্লাব হাউজ । আমার খুব পছন্দের জায়গায়.....❤️❤️

#কলমে_রুপি
মিলি














© All Rights Reserved