...

1 views

গল্প: গ্ৰামীন বাস সেবা (প্রথম পর্ব)
গল্প: গ্ৰামীন বাস সেবা (প্রথম পর্ব)

আমি গ্ৰামের ই ছেলে, তবে বহুবছর বাইরে শহর অঞ্চলে বাস। বোধহয় ভূল হল, আমি গ্ৰামের ছেলে ছিলাম ,এখন শহরের লোক কেননা প্রায় 40 বছর গ্ৰামের বাইরে ,শহরে, এখানে ভোটার কার্ড, আধার কার্ড, গাড়ী ,বাড়ী সব কিছু । আর যেহেতু এতবছর পার করেছি তাই ছেলে না বলে লোক বলাই উচিৎ। তাও মনে হয় ঠিক হলনা। এখন আমি ঠিক কি গল্পটা শুরু করলে বোঝা যাবে।
একটা পারিবারিক অনুষ্ঠানে গ্ৰামের ঘরে গেছি। অনুষ্ঠানের পরদিন আরো এক আত্মীয়ের বাড়ী যাচ্ছি, দুটো বাস রাস্তা, আমি বেশী ঘুরে ঘুরে যাওয়ার রাস্তাটার বাস ধরলাম , সময়...