...

3 views

কেউ দেখছে
স্কুলের সেই দিনগুলোর কথা আজও তনুর স্পষ্ট মনে আছে। বাবার ট্রান্সফার হওয়ায় তনু পরিবার মুর্শিদাবাদে শিফট হয়। সেখানের এক স্কুলে তনু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। যেহেতু তনু ছোটবেলা থেকে কলকাতায় বড়ো হয়েছে, তাই ওখানের পরিবেশের সাথে, ওখানের মানুষজনের সাথে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছিলো। স্কুলে নতুন হওয়ায় তনুর খুব একটা বন্ধুত্ব হয়নি কারোর সাথে। তাই স্কুলে তনু  সবসময় একাই থাকতো। একদিন স্কুলের ছুটির পর  তনুর...