দু'শো টাকা
― ঠাম্মা, এই টাকাটা রাখো কিছু কিনে খাবে..
গত তিনমাস হলো অঞ্জনের চাকরি হয়েছে।চাকরির পর সে তার আদরের ঠাম্মা কে একটা কালো পাড়ের হালকা রঙের শাড়ি কিনে দেওয়ার পর প্রতিমাসে যখন বাড়ি ফেরে তখন দু'শো করে টাকা দেয়। এবারেও তার কোনো ব্যাতিক্রম হয়নি। তবে এবার...
গত তিনমাস হলো অঞ্জনের চাকরি হয়েছে।চাকরির পর সে তার আদরের ঠাম্মা কে একটা কালো পাড়ের হালকা রঙের শাড়ি কিনে দেওয়ার পর প্রতিমাসে যখন বাড়ি ফেরে তখন দু'শো করে টাকা দেয়। এবারেও তার কোনো ব্যাতিক্রম হয়নি। তবে এবার...