...

3 views

অনুগল্প ঃ স্মৃতি অনুপস্থিতি
বেশ কিছু বছর আগের কথা,আলাপন নৌকায় যেতে যেতে আকাশ নীল এর সঙ্গে অঙ্গনা। অঙ্গনা বসার জায়গা পায়নি। কিন্তু,খুব একটা ভীড় নেই নৌকাতে।তবে বসার জায়গা নেই,
কিন্তু,উপরের একটা রশি বাঁধা আছে ওটা ধরে, ঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়া যাবে।

অঙ্গনা বেশ কিছু সময় রশি ধরে দাঁড়িয়ে আছে। আকাশ নীল ঠিক অঙ্গনার পায়ের পাশে বসে আছে। নৌকা টা খুব হেলেদুলে চলছে।

তখন সবে জোয়ার এসেছে নদীতে। বেশ জোয়ারের টান দিচ্ছে মাঝির বৈঠা....
উজানে টানে নিয়ে যায় মাঝে মাঝে নৌকা অন্যে দিকে, আকাশ নীল বেশ কিছুক্ষণ ধরে দেখলো অঙ্গনাকে।
বেশ শক্ত ভাবে রশিটা ধরে দাঁড়িয়ে আছে অঙ্গনা। আকাশ নীল অঙ্গনাকে বললো তুমি আমার জাগায় বসতে পরো!

অঙ্গনা বললো ঠিক আছে,অপনি বসেন। আকাশ নীল বললো তুমি কোথায় যাচ্ছো!এতো "খুলনা ফেরিঘাট" যাবো, আকাশ নীল বললো আমিও তো ওখানে ই যাবো।
তবে এখনো ১ ঘন্টা ৩০মিঃ যেতে লাগবে।

বেশ কিছুক্ষণ পরে আবার ও বললো আকাশ নীল, তুমি এখানে ই বসো।দেখো এখন আরো কিছু লোক উঠবে,একটু ভীড় হবে!
অঙ্গনা আর কিছু না বলে বসে পড়লো। তখন আকাশ নীল প্রশ্ন করলো তুমি খুলনা কি করো অঙ্গনা!?
তবে তোমায় আগে দুই- তিন দিন দেখে ছি যেতে!অঙ্গনা বললো আমি মিউজিক অ্যাকাডেমিতে যাবো।
আকাশ নীল বললো তুমি কি গান শেখো!
অঙ্গনা বললো হ্যাঁ।

অঙ্গনা আবার প্রশ্ন করলো!
আকাশ নীল কে,আপনি কোথায় যাচ্ছেনে!
আকাশ নীল বললো আমি খুলনার বিজ্ঞান বিভাগে ছাত্র।
অঙ্গনা বললো আপনি আজই ফিরে যাবেন বাসায়!
আকাশ নীল বেশ শক্ত করে রশি টি ধরে রেখেছে।
বললো না!
এই তিন ঘণ্টা নৌকায় বসে,আবার ক্লাস করে বাসায় যাওয়া সম্ভব নয়।

আঙ্গনা বললো তাহলে কি আপনি ওখানে থাকেন!?
আকাশ নীল বললো হ্যাঁ!
আকাশ নীল বললো আমি ওখানে হোস্টেলে থাকি।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকালে বাসায় যায় ।
অঙ্গনা বললো আচ্ছা বুঝলাম।
আকাশ নীল বললো তুমি কি আজ খুলনায় থাকবে!
অঙ্গনা বললো ঠিক বলতে পারছিনা!

আকাশ নীল বললো তোমার মিউজিক ক্লাস শেষে হতে হতে প্রায় বিকাল গড়িয়ে যাবে! আবার বিকেল ৪টের পর খুলনার ফেরি বন্ধ হয়ে যায়!
অঙ্গনা বললো হ্যাঁ ওটা তো সমস্যা !

আকাশ নীল অঙ্গনা পরিবারের সদস্যদের চেনে....।
আকাশ নীল বললো তোমার সঙ্গে আজ কেউ আসে নি!
অঙ্গনা বললো না, বাবা তো অফিসে আর কাকু তো খুলনা হাই কোর্টে আছে।

আকাশ নীল বললো তুমি কি কাকুর বাসায় যাবে!
অঙ্গনা আকাশ নীল কথা টা শুনেও শুনলো না....
না শোনার ভান করে বললো।
অঙ্গনা বললো এসে গেছি ফেরিঘাট তাহলে নামা যাক....।

অঙ্গনার ক্লাস শেষে তখন বিকাল ৩:৩০মিঃ অঙ্গনা দাঁড়িয়ে আছে নৌকার জন্য।
তখন ছিলো শ্রাবণ মাস, মনে হলো বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে.....
বেশ শহরের ফুটপাতে একটু পানি জমেছে, আবার বেশ কালো মেঘের দল উড়ছে আকাশ.....
অঙ্গনা অনেকক্ষণ ধরে ভাবছে আজ আমার আসার আগে নৌকা টি বেরিয়ে যায় নি তো.....

অঙ্গনা পাশে এক জন কে বললো ভাইয়া বিকেলে ৪টের নৌকা চলে গেছে!
এই কিছুক্ষণ আগে....
অঙ্গনা বললো মানে ভাইয়া বুঝলাম না!
আজ ৩টে১০মিঃ চলে গেছে নৌকা।
ভাইয়া জিজ্ঞেসা করলো আপনি যাবেন কোথায়...!
অঙ্গনা বললো একদমই শেষ সীমানায়।
অঙ্গনা বলে পিছিন ঘুরতে ই, মনে হলো আকাশ নীল... সত্যি তো...
অঙ্গনা আরেকটু উপরে উঠতে দেখলো আকাশ নীল কে......!

দ্বিতীয় পর্ব
___________

আকাশ নীল বললো তুমি বাসায় যাওনি!
অঙ্গনা বললো আমার আসার আগে নৌকা টি চলে গেছে।
আকাশ নীল বললো চলো আর কি করবে এখন?
অঙ্গনা!

অঙ্গনা বললো এখনও তো কাকুর বাসায় ও যেতে পারবো না!
কারণ শেষে বাস তো চলে গেছে।
বেশ কিছুক্ষণ আকাশ নীল ভাবলো,অঙ্গনাকে নিয়ে.....
আকাশ নীল বললো এখন তুমি আমার হোস্টেলে চলো ....!
অঙ্গনা বললো সেটা কি সম্ভব!?
আকাশ নীল বললো হ্যাঁ!
অঙ্গনা বললো কি করে?
আকাশ নীল বললো আমার প্রিন্সিপাল ম্যাডাম আজ অনুপস্থিত ।

অঙ্গনা বললো অন্যে কেই বা আপনার বন্ধু এবং বান্ধবীরা আছে তো.....
আকাশ নীল বললো তাতে খুব একটা কিছু হবে না।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলছে ...অঙ্গনা আজ জানেন তো পূর্নিমার তাই চাঁদ টা এতো বড়ো,আর কি মিষ্টি দেখতে....
আকাশ নীল বলছে কি গান হলো আজ অঙ্গনা!?
তখন অঙ্গনার খুব খিদে পেয়েছে..... অঙ্গনা বলতে ও পারচ্ছে না কিছু....
অঙ্গনা কথার উত্তর দিলোনা।
বেশ কিছুটা হাঁটার পর মেডিকেল হোস্টেল ....
আকাশ নীল বললো আমি তো ভুলেই গেলাম তুমি কি কিছু খেওছো....
অঙ্গনা বললো না মানে দুপুরের খেয়ে ছিলাম...
আকাশ নীল বললো তাহলে হোস্টেলে ঢোকার আগে বাইরের থেকে খেয়ে নাও!
অঙ্গনা বললো আপনি খাবেন না!
আকাশ নীল বললো আমার খাবার তো ক্যান্টিনে....
অঙ্গনা বললো বুঝেছি।

অঙ্গনা রাতে খুব হাল্কা খাবার খাওয়া দাওয়া করে।
দু'টো রুটি একটু পাঁচমিশালি সবজি নিলাম।

কিন্তু, ওই টেবিলে আরো এক জনের বসার জায়গা ছিলো, কিন্তু ওখানে আকাশ নীল বললো না।
চেয়ারটিতে আকাশ নীল অনুপস্থিত ছিলো.....।
অঙ্গনার খুব মন খারাপ হলো,
তবুও চুপচাপ খেয়ে নিলো অঙ্গনা।

আকাশ নীল বললো এবার হোস্টেলের ঢুকায় যাক ,
তার আগে অঙ্গনা কে বললো.... তুমি আগে কোন কথা বলোনা গেট ম্যান কে!
অঙ্গনা ঠিক আছে।

একই রুমে বিভিন্ন ধরনের ছাত্র-ছাত্রীরা আছে....
অঙ্গনা বেশি লজ্জার মধ্যে পড়লো ....
অঙ্গনা ওয়াশরুমে যাবে ....
কিন্তু, আকাশ নীল কে ও বলতে পারছে না।
আকাশ নীল মনে মনে ভাবছে কি ব্যাপার তুমি একদমই চুপ হলে কেনো!?
অঙ্গনা বললো না মানে..... আমি একটু ওয়াশরুমে যাবো !
আকাশ নীল বললো ও আচ্ছা!
আকাশ নীল বললো, তুমি আমার সঙ্গে এসো....
এই রুমে আমি থাকি সঙ্গে আরো দু'বন্ধু থাকে....
ওই তোমার বাঁ দিকে দেখো ওয়াশরুম ....
অঙ্গনা বললো ঠিক আছে।
অঙ্গনা কে আকাশ নীল বললো তুমি ওয়াশরুমে যাও,আমি তাহলে ক্যান্টিনে থেকে খেয়ে আসি ,বন্ধুরা ডাকছে ....
অঙ্গনা বললো ঠিক আছে।

অঙ্গনা ওয়াশরুম থেকে বেরনোর পর... রুমে বসে গুন গুন করে গান করছে

কাল সারা রাত ছিলো সপ্নেরও রাত
স্মৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল পূর্ণিমার চাঁদ
ঘুম ছিল না দুটি চোখের পাতায়
কাল সারা রাত ছিলো সপ্নেরও রাত।

রুপালী আকাশ নীলের প্রেমিকা,......
রুপালী আকাশ নীলের রুমের দরজা ঠক ঠক করলো, বললো, আকাশ নীল একটু দরজা খোলা...
অঙ্গনা অনেকক্ষণ পর একটু ভয়ে ভয়ে দারজা খুলো....
রুপালী দেখে অবাক হল.... অঙ্গনা
অঙ্গনা কে কিছুই জিজ্ঞেসা করলো রুপালী....
রুপালী বেশ মুখ ভার করে রুম থেকে বেরিয়ে গেলেন।

ক্যান্টিনে দিকে রুপালী ছুটলো....
রুপালী প্রশ্ন করলো আকাশ নীল কে!
তোর রুমে যে মেয়েটি বসে আছে সে কে!
আকাশ নীল বললো আমার গ্ৰামের ই মেয়ে...
অঙ্গনা বাসায় ফিরতে পারেননি আজ নৌকা ছিলো না ফেরিঘাটে....
রুপালী বললো ওআচ্ছ এবার বুঝলাম।

রুপালী বললো, অঙ্গনা বেশ গান করে...
আজ তো আজ তো বলুন ম্যাডাম অনুপস্থিতি তে তা হলে একটু গান শোনা যাবে.....
আকাশ নীল বললো ঠিক আছে, এবার যায় আমার ওখানে।
অঙ্গনাকে বললো আকাশ নীল তুমি একটা গান শোনা ও
রুপালী বললো যে গান টা কিছুক্ষন আগে গায় ছিলে।

অঙ্গনা বললো"বেবী নাজনীন" গাওয়া গান টা
রুপালী বললো হ্যাঁ...।

কাল সারা রাত ছিলো সপ্নের রাত
স্মৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমার চাঁদ।

ঘুম ছিল না দুটি চোখের পাতায়
মন ছিল তন্ময় কথায় কথায়
চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেল রাত

ঝড় ছিল না ভিরু সজল হাওয়ায়
সুখ ছিল সারাক্ষণ চাওয়া-পাওয়ার
সাথী হয়ে কেউ ছিল হাতে রেখে হাত ।

অর্পি রায় ✍️


কোনো একটা স্মৃতি চারণ করলাম কল্পনা ও বাস্তব গল্পের মধ্যে দিয়ে .....
ভুল ত্রুটি হলে ক্ষমা প্রাপ্তি মোরে 🙏❤️❤️❤️

রুপি

#story #স্মৃতি #WritcoQuote #writco #বাংলা
© All Rights Reserved
#কলমে_রুপি