অনুগল্প ঃ স্মৃতি অনুপস্থিতি
বেশ কিছু বছর আগের কথা,আলাপন নৌকায় যেতে যেতে আকাশ নীল এর সঙ্গে অঙ্গনা। অঙ্গনা বসার জায়গা পায়নি। কিন্তু,খুব একটা ভীড় নেই নৌকাতে।তবে বসার জায়গা নেই,
কিন্তু,উপরের একটা রশি বাঁধা আছে ওটা ধরে, ঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়া যাবে।
অঙ্গনা বেশ কিছু সময় রশি ধরে দাঁড়িয়ে আছে। আকাশ নীল ঠিক অঙ্গনার পায়ের পাশে বসে আছে। নৌকা টা খুব হেলেদুলে চলছে।
তখন সবে জোয়ার এসেছে নদীতে। বেশ জোয়ারের টান দিচ্ছে মাঝির বৈঠা....
উজানে টানে নিয়ে যায় মাঝে মাঝে নৌকা অন্যে দিকে, আকাশ নীল বেশ কিছুক্ষণ ধরে দেখলো অঙ্গনাকে।
বেশ শক্ত ভাবে রশিটা ধরে দাঁড়িয়ে আছে অঙ্গনা। আকাশ নীল অঙ্গনাকে বললো তুমি আমার জাগায় বসতে পরো!
অঙ্গনা বললো ঠিক আছে,অপনি বসেন। আকাশ নীল বললো তুমি কোথায় যাচ্ছো!এতো "খুলনা ফেরিঘাট" যাবো, আকাশ নীল বললো আমিও তো ওখানে ই যাবো।
তবে এখনো ১ ঘন্টা ৩০মিঃ যেতে লাগবে।
বেশ কিছুক্ষণ পরে আবার ও বললো আকাশ নীল, তুমি এখানে ই বসো।দেখো এখন আরো কিছু লোক উঠবে,একটু ভীড় হবে!
অঙ্গনা আর কিছু না বলে বসে পড়লো। তখন আকাশ নীল প্রশ্ন করলো তুমি খুলনা কি করো অঙ্গনা!?
তবে তোমায় আগে দুই- তিন দিন দেখে ছি যেতে!অঙ্গনা বললো আমি মিউজিক অ্যাকাডেমিতে যাবো।
আকাশ নীল বললো তুমি কি গান শেখো!
অঙ্গনা বললো হ্যাঁ।
অঙ্গনা আবার প্রশ্ন করলো!
আকাশ নীল কে,আপনি কোথায় যাচ্ছেনে!
আকাশ নীল বললো আমি খুলনার বিজ্ঞান বিভাগে ছাত্র।
অঙ্গনা বললো আপনি আজই ফিরে যাবেন বাসায়!
আকাশ নীল বেশ শক্ত করে রশি টি ধরে রেখেছে।
বললো না!
এই তিন ঘণ্টা নৌকায় বসে,আবার ক্লাস করে বাসায় যাওয়া সম্ভব নয়।
আঙ্গনা বললো তাহলে কি আপনি ওখানে থাকেন!?
আকাশ নীল বললো হ্যাঁ!
আকাশ নীল বললো আমি ওখানে হোস্টেলে থাকি।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকালে বাসায় যায় ।
অঙ্গনা বললো আচ্ছা...
কিন্তু,উপরের একটা রশি বাঁধা আছে ওটা ধরে, ঠিক ভাবে দাঁড়িয়ে যাওয়া যাবে।
অঙ্গনা বেশ কিছু সময় রশি ধরে দাঁড়িয়ে আছে। আকাশ নীল ঠিক অঙ্গনার পায়ের পাশে বসে আছে। নৌকা টা খুব হেলেদুলে চলছে।
তখন সবে জোয়ার এসেছে নদীতে। বেশ জোয়ারের টান দিচ্ছে মাঝির বৈঠা....
উজানে টানে নিয়ে যায় মাঝে মাঝে নৌকা অন্যে দিকে, আকাশ নীল বেশ কিছুক্ষণ ধরে দেখলো অঙ্গনাকে।
বেশ শক্ত ভাবে রশিটা ধরে দাঁড়িয়ে আছে অঙ্গনা। আকাশ নীল অঙ্গনাকে বললো তুমি আমার জাগায় বসতে পরো!
অঙ্গনা বললো ঠিক আছে,অপনি বসেন। আকাশ নীল বললো তুমি কোথায় যাচ্ছো!এতো "খুলনা ফেরিঘাট" যাবো, আকাশ নীল বললো আমিও তো ওখানে ই যাবো।
তবে এখনো ১ ঘন্টা ৩০মিঃ যেতে লাগবে।
বেশ কিছুক্ষণ পরে আবার ও বললো আকাশ নীল, তুমি এখানে ই বসো।দেখো এখন আরো কিছু লোক উঠবে,একটু ভীড় হবে!
অঙ্গনা আর কিছু না বলে বসে পড়লো। তখন আকাশ নীল প্রশ্ন করলো তুমি খুলনা কি করো অঙ্গনা!?
তবে তোমায় আগে দুই- তিন দিন দেখে ছি যেতে!অঙ্গনা বললো আমি মিউজিক অ্যাকাডেমিতে যাবো।
আকাশ নীল বললো তুমি কি গান শেখো!
অঙ্গনা বললো হ্যাঁ।
অঙ্গনা আবার প্রশ্ন করলো!
আকাশ নীল কে,আপনি কোথায় যাচ্ছেনে!
আকাশ নীল বললো আমি খুলনার বিজ্ঞান বিভাগে ছাত্র।
অঙ্গনা বললো আপনি আজই ফিরে যাবেন বাসায়!
আকাশ নীল বেশ শক্ত করে রশি টি ধরে রেখেছে।
বললো না!
এই তিন ঘণ্টা নৌকায় বসে,আবার ক্লাস করে বাসায় যাওয়া সম্ভব নয়।
আঙ্গনা বললো তাহলে কি আপনি ওখানে থাকেন!?
আকাশ নীল বললো হ্যাঁ!
আকাশ নীল বললো আমি ওখানে হোস্টেলে থাকি।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকালে বাসায় যায় ।
অঙ্গনা বললো আচ্ছা...