অমাবশ্যার অভিশাপ
"অমাবস্যার অভিশাপ"।
---
অমাবস্যার অভিশাপ
বহু যুগ আগে এক ছোট্ট গ্রাম ছিল, নাম শিবপুর। গ্রামটি ছিল সবুজে মোড়া, কিন্তু একদিকে গভীর জঙ্গল। প্রতি বছর অমাবস্যার রাতে গ্রামবাসীরা ধুমধাম করে কালীপুজো করত। স্থানীয়রা বিশ্বাস করত, এই পুজো করলে কালী মা তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন।
কিন্তু কালীপুজোর রাতে কিছু ঘটনা গ্রামের মানুষকে ভয় দেখাত। এক বৃদ্ধা, যাকে সবাই মালতী ঠাকুমা বলে ডাকত, এই রাতে গ্রামের সব সন্তানকে একত্রিত করে গল্প শোনাতেন। গল্পগুলো অদ্ভুত আর রহস্যময় ছিল। বিশেষত এক গল্প – অমাবস্যার রাতে জঙ্গলে এক অভিশপ্ত আত্মা ঘোরাফেরা করে।
গ্রামের মধ্যে অরিন্দম নামে এক কিশোর ছিল, যে এসব কুসংস্কার বিশ্বাস করত না। তার বন্ধুরা বলল, "যদি সাহস থাকে, তবে কালীপুজোর রাতেই জঙ্গলে চলে যা!" সাহসী অরিন্দম চ্যালেঞ্জটি গ্রহণ করল।
সেই অমাবস্যার রাত। চারিদিকে ঢাকের আওয়াজ, মন্ত্রের সুর। গ্রামের সবাই উৎসবে মেতে। কেউ জানত না, অরিন্দমের মনের গভীরে কী দুঃসাহসিক পরিকল্পনা।
রাত একটা নাগাদ, যখন সবাই মায়ের আরতিতে ব্যস্ত, তখন...
---
অমাবস্যার অভিশাপ
বহু যুগ আগে এক ছোট্ট গ্রাম ছিল, নাম শিবপুর। গ্রামটি ছিল সবুজে মোড়া, কিন্তু একদিকে গভীর জঙ্গল। প্রতি বছর অমাবস্যার রাতে গ্রামবাসীরা ধুমধাম করে কালীপুজো করত। স্থানীয়রা বিশ্বাস করত, এই পুজো করলে কালী মা তাদের সকল বিপদ থেকে রক্ষা করেন।
কিন্তু কালীপুজোর রাতে কিছু ঘটনা গ্রামের মানুষকে ভয় দেখাত। এক বৃদ্ধা, যাকে সবাই মালতী ঠাকুমা বলে ডাকত, এই রাতে গ্রামের সব সন্তানকে একত্রিত করে গল্প শোনাতেন। গল্পগুলো অদ্ভুত আর রহস্যময় ছিল। বিশেষত এক গল্প – অমাবস্যার রাতে জঙ্গলে এক অভিশপ্ত আত্মা ঘোরাফেরা করে।
গ্রামের মধ্যে অরিন্দম নামে এক কিশোর ছিল, যে এসব কুসংস্কার বিশ্বাস করত না। তার বন্ধুরা বলল, "যদি সাহস থাকে, তবে কালীপুজোর রাতেই জঙ্গলে চলে যা!" সাহসী অরিন্দম চ্যালেঞ্জটি গ্রহণ করল।
সেই অমাবস্যার রাত। চারিদিকে ঢাকের আওয়াজ, মন্ত্রের সুর। গ্রামের সবাই উৎসবে মেতে। কেউ জানত না, অরিন্দমের মনের গভীরে কী দুঃসাহসিক পরিকল্পনা।
রাত একটা নাগাদ, যখন সবাই মায়ের আরতিতে ব্যস্ত, তখন...