রেনেসাঁর খোঁজে (পর্ব ০৩)
#পর্ব ০২ -এর পর
আমার ঘর ভর্তি বই দেখে তার চোখের মধ্যে অদ্ভুত এক খিদে খুঁজে পেলাম আমি। একেই তো চাই! "কিরে? পড়াশুনা করবি?", শুধোলাম তারে। বিদ্যুতের ঝলকের মতো মাথা নাড়া উত্তরে সম্মতি জানালো সে। দেখলাম আমি তাকে খারাপ ভাবে ব্যবহার করতে পারি, সে চিন্তা তার কাছে অতি তুচ্ছ হয়ে গেছে। "এখন বাড়ি যা, পানুকে বলে দেব; ওর দোকানের কাজ ছাড়বি তুই। আমার বাড়িতে কাজ করবি, আমায় খাওয়াবি, নিজে খাবি"। সে বোধয় কিছু বলতে গেছিলো। তাকে থামিয়ে গর্জনের সুরে বললাম, "এখন বাড়ি!"।
পরদিন পানুকে বলে ওকে ঘরে নিয়ে এলাম। প্রতিবেশী ফুলকাকিমাদের নতুন গসিপ টপিক এখন আমি। রাস্তা দিয়ে চলতে গিয়ে মুখোমুখি হলে তাদের হাবে- ভাবে তা ঝরে পড়ছে। আমিও মনে মনে রুক্ষ সুরে বলছি - "ছেড়া গেছে"। আসলে আমাদের বয়েসের পার্থক্য মাত্র নয়। সে ষোড়শী কিশোরী, সদ্য কুসুমিত কুঁড়ি আর আমার যৌবনের প্রখর দাপট দাবানলের মতো জ্বলছে।
ক্রমে তিনটে বছর কেটে গেলো। উচ্চ মাধ্যমিক দেবে সে আগামী বছর। ওপেন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় স্টার হাঁকিয়েছে মাত্র এক বছরের অধ্যবসায়ে। সাথে অঙ্কে পূর্ণমান।...
আমার ঘর ভর্তি বই দেখে তার চোখের মধ্যে অদ্ভুত এক খিদে খুঁজে পেলাম আমি। একেই তো চাই! "কিরে? পড়াশুনা করবি?", শুধোলাম তারে। বিদ্যুতের ঝলকের মতো মাথা নাড়া উত্তরে সম্মতি জানালো সে। দেখলাম আমি তাকে খারাপ ভাবে ব্যবহার করতে পারি, সে চিন্তা তার কাছে অতি তুচ্ছ হয়ে গেছে। "এখন বাড়ি যা, পানুকে বলে দেব; ওর দোকানের কাজ ছাড়বি তুই। আমার বাড়িতে কাজ করবি, আমায় খাওয়াবি, নিজে খাবি"। সে বোধয় কিছু বলতে গেছিলো। তাকে থামিয়ে গর্জনের সুরে বললাম, "এখন বাড়ি!"।
পরদিন পানুকে বলে ওকে ঘরে নিয়ে এলাম। প্রতিবেশী ফুলকাকিমাদের নতুন গসিপ টপিক এখন আমি। রাস্তা দিয়ে চলতে গিয়ে মুখোমুখি হলে তাদের হাবে- ভাবে তা ঝরে পড়ছে। আমিও মনে মনে রুক্ষ সুরে বলছি - "ছেড়া গেছে"। আসলে আমাদের বয়েসের পার্থক্য মাত্র নয়। সে ষোড়শী কিশোরী, সদ্য কুসুমিত কুঁড়ি আর আমার যৌবনের প্রখর দাপট দাবানলের মতো জ্বলছে।
ক্রমে তিনটে বছর কেটে গেলো। উচ্চ মাধ্যমিক দেবে সে আগামী বছর। ওপেন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় স্টার হাঁকিয়েছে মাত্র এক বছরের অধ্যবসায়ে। সাথে অঙ্কে পূর্ণমান।...