একটি ভয়াবহ রাত
'পার্থ সারথি চ্যাটার্জী' কাজের জন্য আমি একদিন গিয়েছিলাম শিয়ারাফুলি । অফিসের কেয়ারটেকার আমায় একটা ঘর দেখিয়ে দিল। সেই ঘরের ভেতর আমার মাল পত্র রেখে দিয়ে সে চলে গেল। আমি ঘরের ভেতর ঢুকলাম । ঢুকে দেখলাম ঘরে দুটি জানলা, জানলার পাশে একটি খাট। খাটের অবস্থা জরাজীর্ণ। আসবাবপত্রের মধ্যে একটি আলমারি, দুটি চেয়ার ও একটি টেবিল। এখানে একটি কাজের লোক আছে। সে সকালে ও রাতে রান্না করে চলে যায়। বাড়িটি দুতলা! উপরের তলায় কোনের ঘরে আমার থাকা। আমি ব্যাংকে কাজ করি। একদিন বাজারে গিয়ে একটি লোকের সঙ্গে দেখা। লোকটি সঙ্গে অনেক কথা হল। আমি বললাম, আপনি এখানেই...