Interview♥Part-01
মায়ের চিৎকার চেঁচামেচিতে ঘুমটা ভেঙ্গেই গেল।চোখে প্রচুর ঘুম আর অসংখ্য বিরক্তি নিয়ে দরজাটা খুললাম।
-কি হয়েছে মা? এভাবে চিৎকার করতেছ কেন?
দিলেতো ঘুমটা নষ্ট করে।
-এই.. তুর না আজ ইন্টারভিউ আছে বললি? তুই এখনও ঘুমাচ্ছিস? এভাবে ঘুমালে চাকরি করবি কেমনে?
মায়ের মুখে ইন্টারভিউর কথা শুনে চোখ কপালে উঠার মত অবস্থা আমার। আজ যে একটা ইন্টারভিউ আছে সে কথা একদম মনেই ছিলনা। চট জলদি ফ্রেশ হয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম। মা অনেক জোর করল নাস্তাটা করার জন্য।কিন্তু আমার একদম সময় নেই।বাইরে কিছু খেয়ে নিব বলে বের হয়ে গেলাম।
বাইরে এসে আরেক ঝামেলায় পড়লাম। রাস্তায় কোন গাড়ী নেই। CNG তো দুরের কথা একটা রিক্সা পর্যন্ত নেই। এদিক-সেদিক হাঁটাহাঁটি করার পর অবশেষে একটা রিক্সা জুটল। যেই না রিক্সায় উঠতে যাব ঠিক তখনই কোথায় থেকে যেন একটা মেয়ে এসে জুটল।
-মামা চলেন।
-কিন্তু এই ভাইয়াটা আগে আসছে। আপনি আরেকটা দেখেন।
-তাই নাকি? কিন্তু উনিতো কিছুই বলছেন না।
আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম।মেয়েটার কথা শুনে উত্তর দিলাম।
- আচ্ছা রিক্সাটা নিয়ে আপনি চলে যান। আমি না হয় আরেকটা ব্যবস্থা করছি।
- নাহ।।মনে হচ্ছে আপনার তাড়া আছে। আপনি নিয়ে যান।
-আরে তেমন কিছুই না। আপনি নিয়ে যান। আমি যেতে পারব। no problem..
-আচ্ছা আপনিতো এই দিকেই যাবেন তাইনা? চলুন একসাথে যাই।
-আরে নাহ...আমি যেতে পারব বললাম তো আপনি যান।
- আপনি sure তো???
- জ্বী। আপনি চলে যান।
-অনেক অনেক thanks... আসি।
- ok.
মেয়েটা চলে গেল। বুঝলাম আজ আর ইন্টারভিউ দেওয়া হবেনা। মনে মনে ভাবলাম বাসায় চলে যাব কিনা। নাহ..বাসায় যাবনা। অফিস তো তেমন দুরেনা হেঁটেই চলে যায়। যা হবার হবে।
To be continued....
-কি হয়েছে মা? এভাবে চিৎকার করতেছ কেন?
দিলেতো ঘুমটা নষ্ট করে।
-এই.. তুর না আজ ইন্টারভিউ আছে বললি? তুই এখনও ঘুমাচ্ছিস? এভাবে ঘুমালে চাকরি করবি কেমনে?
মায়ের মুখে ইন্টারভিউর কথা শুনে চোখ কপালে উঠার মত অবস্থা আমার। আজ যে একটা ইন্টারভিউ আছে সে কথা একদম মনেই ছিলনা। চট জলদি ফ্রেশ হয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম। মা অনেক জোর করল নাস্তাটা করার জন্য।কিন্তু আমার একদম সময় নেই।বাইরে কিছু খেয়ে নিব বলে বের হয়ে গেলাম।
বাইরে এসে আরেক ঝামেলায় পড়লাম। রাস্তায় কোন গাড়ী নেই। CNG তো দুরের কথা একটা রিক্সা পর্যন্ত নেই। এদিক-সেদিক হাঁটাহাঁটি করার পর অবশেষে একটা রিক্সা জুটল। যেই না রিক্সায় উঠতে যাব ঠিক তখনই কোথায় থেকে যেন একটা মেয়ে এসে জুটল।
-মামা চলেন।
-কিন্তু এই ভাইয়াটা আগে আসছে। আপনি আরেকটা দেখেন।
-তাই নাকি? কিন্তু উনিতো কিছুই বলছেন না।
আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম।মেয়েটার কথা শুনে উত্তর দিলাম।
- আচ্ছা রিক্সাটা নিয়ে আপনি চলে যান। আমি না হয় আরেকটা ব্যবস্থা করছি।
- নাহ।।মনে হচ্ছে আপনার তাড়া আছে। আপনি নিয়ে যান।
-আরে তেমন কিছুই না। আপনি নিয়ে যান। আমি যেতে পারব। no problem..
-আচ্ছা আপনিতো এই দিকেই যাবেন তাইনা? চলুন একসাথে যাই।
-আরে নাহ...আমি যেতে পারব বললাম তো আপনি যান।
- আপনি sure তো???
- জ্বী। আপনি চলে যান।
-অনেক অনেক thanks... আসি।
- ok.
মেয়েটা চলে গেল। বুঝলাম আজ আর ইন্টারভিউ দেওয়া হবেনা। মনে মনে ভাবলাম বাসায় চলে যাব কিনা। নাহ..বাসায় যাবনা। অফিস তো তেমন দুরেনা হেঁটেই চলে যায়। যা হবার হবে।
To be continued....