...

2 views

" লাল রঙের উপন্যাস "
-" গল্পের নায়ক থাকে গল্পে,
খুশি থাকে সে অল্পে-সল্পে......"
চেয়ারে বসে অনেক্ষন ধরেই আপন মনেই কবিতার এই দুই লাইন নিয়ে ভাবছিল কার্তিক; নতুন কোনো গল্প যে মাথায় আসছে না,সেটা নিয়ে বড় অস্বস্থিতে আছে সে।
চেয়ার থেকে উঠে পড়লো সে,টেবিলে থাকা পেনটা হাতে নিয়ে পায়চারি করতে লাগলো। পায়চারি করতে করতে হঠাৎ কার্তিকের চোখে পড়লো তারই লেখা উপন্যাসগুলো,যেগুলোর জন্যই আজ অলিতে-গলিতে প্রত্যেকে তার নাম চেনে।কোথাও ঘুরতে গেলে, লোকে নিজে থেকে আসে কথা বলতে,তার লেখার সুনাম করতে.....
সেখানে বইগুলোর কাছে গিয়ে ,বইগুলো দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়লো..লাল রঙের একটা বই। এই বইটা দেখলেই মুখে হাসি ফুটে ওঠে কার্তিকের,কারণ এই উপন্যাস তার জীবনে সেরা উপন্যাস, এটা দিয়েই তো তার জীবন শুরু হয়েছিল......এসব ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো।
দরজা খুলতেই দেখতে পেলো পায়েল এসেছে,একগাল হাসি মুখে বাইরে দাঁড়িয়ে...