...

16 views

রেনেসাঁর খোঁজে (পর্ব ০২)
#পর্ব ০১ -এর পর…

…চুল দিয়ে তখনও জল টপাচ্ছে। আমায় দেখে গায়ের গামছাটা আরও শক্ত করে জড়িয়ে মৃদু কন্ঠেই আমার প্রয়োজন জানতে চাইলো। আমি চায়ের ফরমায়েশ দিয়ে বেরিয়ে যাবো - হঠাৎ একটা বেমানান জিনিস আমার চোখ টানলো। কয়লার ঝুড়ির পাশে রাখা সরকারি স্কুলের মাধ্যমিকের অঙ্ক বই। প্রথমে আমল দিই নি, হয়ত বইয়ের পাতা ছিঁড়ে উনুন ধরায়। রাতে মাথায় আসে, পানুর দোকানে বিস্কুট পানু খবরের কাগজে দেয়। পুরনো লোহা লক্করের দোকান থেকে ও একবার একটা বই পেয়েছিল। বইটা ছিল সহজপাঠ, পানু তুলে রেখে...