...

1 views

মা আসছে.......
গ্রামের চন্ডীমন্ডপে ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গেছে,সেই জন্মাষ্টোমীর ও আগে থেকে।এখন মা আসতে আর হাতে গোনা কিছুদিনের অপেক্ষা।চন্ডীমন্ডপের এক পাশে ছোট ছেলেমেয়েদের নিয়ে হারু মাষ্টার একটি পাঠশালা খুলেছে।সবাই ডাকে "হারুর পাঠশালা "বলে।

নিমাই হারুর পাঠশালার দ্বিতীয় বর্ষের ছাত্র। সে রোজ পাঠশালায় যায়,ছুটির দিনও পাঠশালার দাওয়ায় বসে ঠাকুর গড়ার কাজ দেখে।ঠাকুর গড়ে এ গাঁয়ের ই মন্ডল দাদু ও তার ছেলে।চমৎকার হাতের কাজ ওদের। অনেক বছর ধরে নিমাই ওদের ঠাকুর গড়ার কাজ দেখছে,এবছরও দেখছে।

একদিন নিমাই ঠাকুর গড়া দেখছে,এমন সময় হঠাৎ দেখে ওর পাশে ওরই বয়সী একটি ছোট মেয়ে পদ্মফুল হাতে নিয়ে বসে ঠাকুর গড়ার কাজ দেখছে।নিমাই বলে,"কে গো তুমি?তোমায় তো এখানে আগে কখনো দেখিনি?"
মেয়েটি ওর কথা শুনে বলে,"আমি এখানে থাকি না।এবছর এখানে ঠাকুর দেখতে...