নাম
পৃথিবী মাপার ক্ষমতা আমাদের কারোর নেই, এই পৃথিবীর কত রহস্য নতুন নতুন আবিষ্কার, কত প্রাণের সৃষ্টি, আমাদের কেউ চেনে না, আমরা নিজেরাই নিজেদের চিনি না, অথচ আমাদের নাম চাই, কটা মানুষ কটা মানুষকে চেনে পৃথিবীটা হাতের মুঠোয় ডিজিটাল হলেও, অনেক কিছু আছে যা হয় তো এক শতাংশও আমরা জানি না। অনেক নামি দামি মানুষকে আমরা চিনি, কিন্তু কি জানো তুমি যেমন পরিবারের কিছু মানুষকে চেনো, তোমার আশেপাশের মানুষগুলো কে চেনো, ঠিক তেমনি একটু বেশি চিনলে তোমার দেশের কিছু মানুষেকে বা প্রতিবেশী দেশের কিছু মানুষকে ডিজিটাল মাধ্যমে চেনো। তারা কিন্তু তোমায় চেনে না। অথচ যেই মানুষগুলোকে তুমি চেনো হয়তো, আমি তাদের চিনি না। কারণ পৃথিবীতে অনেক নামিদামি মানুষ থাকে সবাই কে চেনা সবাই খোঁজ রাখা একার পক্ষে সম্ভব নয়।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি এই বিশ্বের সবাই চেনে। যাকে বিশ্ব কবি বলা হয়। গান্ধীজীকে কি সবাই চেনে? চেনে না, একটা দেশ এঅটা পরিবার, সেই কারণে আমরা তাদের চিনি, তাদের জানি, অন্য দেশের মানুষরা কটা তাদের চেনে। যতই বীর পুরুষ হক না কেন তার যেমন চাহিদার শেষ থাকে না। তেমনি সে সকলের কাছে পৌঁছতে পারে না।। তোমার কর্তব্য তুমি করে যাও। আসা করো না।
#নাম #গল্প #বাংলা #জ্ঞান #উক্তি #নতুনকিছু #নতুনচিন্তাভাবনা #নতুনপ্রজন্ম #নতুন_আবিষ্কার
#নাম #গল্প #বাংলা #জ্ঞান #উক্তি #নতুনকিছু #নতুনচিন্তাভাবনা #নতুনপ্রজন্ম #নতুন_আবিষ্কার